ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার সুউচ্চ ভাস্কর্য

আলোকিত প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ৫৩ ফুট উচ্চতার ঐতিহাসিক ভাস্কর্য নির্মিত হয়েছে।

স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার এক অনন্য নিদর্শন এটি।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুরের কলতাপাড়ায় ব্যক্তি উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণ করেছেন স্থানীয় সাংসদ মজিবুর রহমান ফকির। তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারী।

এতে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা। ব্যবহার করা হয়েছে কালো পাথর, অ্যাকাগিমিন, সাদা সিমেন্ট ও মোজাইক পাথর।

বলা হচ্ছে, এটি এশিয়া মহাদেশের অন্যতম সুউচ্চ ভাস্কর্য।

দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটির স্থপতি শিল্পী এম এ মাসুদ।

প্রায় ছয় তলা ভবনের সমান উচ্চতার এ ভাস্কর্য নির্মাণে সময় লেগেছে প্রায় সাত মাস।

এ ব্যাপারে সাংসদ মজিবুর রহমান ফকির বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আলোকে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

আরও খবর