সততার বলেই আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে পেরেছি : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়তে যাচ্ছিলাম। সততা ছিল বলেই তা মোকাবেলা করতে পেরেছি। পদ্মা সেতুর মত বিশাল প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে পারছি। বাঙালি জাতি হিসেবে এটা আমাদের চ্যালেঞ্জ ছিল। তাই বলে ষড়যন্ত্র থেমে যায়নি।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেছিলেন এই সরকারকে না হটিয়ে ঘরে ফিরবেন না। ৯২ দিন নিজের কার্যালয়ে বসে ৬৮ জন মানুষকে পোড়ালেন। এভাবে মানুষ পোড়ালে আল্লাহও নারাজ হন। নাকে খত দিয়ে তাকে ঘরে ফিরতে হয়েছিল। কাজেই এদের চরিত্র হচ্ছে অপরাধী-খুনিদের রক্ষা করা, মদদ দেওয়া এবং তাদের নিয়ে চলা।

আরও খবর