বিএনপির মতামত নির্বাচন কমিশন গঠনে গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

আলোকিত প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিএনপি প্রতিনিধি দলকে বলেছেন, আজকের আলোচনা এবং আপনাদের সুচিন্তিত মতামত শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে যে কোন ইস্যু সমাধানের বহু পথ খুঁজে পাওয়া যায়। আমার বিশ্বাস, আপনাদের প্রস্তাবসমূহ পরবর্তী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সাথে আলোচনায় যোগ দেয়।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি সাংবাদিকদের জানান।

এক ঘণ্টা স্থায়ী এ বৈঠকে খালেদা জিয়া একটি সার্চ কমিটি ও নতুন নির্বাচন কমিশন গঠনে দলের প্রস্তাব তুলে ধরেন।

আরও খবর