বিচারককে ঘুষের প্রস্তাব : প্রসিকিউটর মোহাম্মদ আলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় বিষয়টি সাংবাদিকদের জানায়।

গত রবিবার মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আইনমন্ত্রী আনিসুল হককে চিঠি দেন।

এতে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ ও গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগ আনা হয়।

ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর জানান, মোহাম্মদ আলী সম্প্রতি ময়মনসিংহ-৭ আসনের সাংসদ ও জাতীয় পার্টির নেতা এম এ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিতে ট্রাইব্যুনালের এক বিচারককে ঘুষের প্রস্তাব দেন। চিফ প্রসিকিউটর বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে সব মামলা থেকে প্রত্যাহার করেন।