রমজানের আগে কেউ যেন খাদ্য মজুত ও ভেজাল দিতে না পারে

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান মাসের আগে কেউ যেন খাদ্য মজুত ও খাদ্যে ভেজাল দিতে না পারে এবং মাদকের অপব্যবহার ও কিশোর গ্যাং নির্মূলে র‌্যাবকে আরও মনোযোগী হতে হবে।

তিনি বলেন, আমরা ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব। এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই দেশের শান্তি ও নিরাপত্তা দরকার।

রবিবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের সদর দপ্তরে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি দেশের গুরুত্বপূর্ণ স্থান সুন্দরবনে জলদস্যুতা ও জঙ্গিবাদ মোকাবিলায় র‌্যাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ দেশের প্রতিটি শান্তিপ্রিয় নাগরিকের কাছে আজকে এলিট ফোর্স র‌্যাব নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবেই চিহ্নিত হয়েছে। ভবিষ্যতেও এই বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব। সেই স্মার্ট বাংলাদেশ-২০৪১ বাস্তবায়ন করাটাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বক্তব্য রাখেন।

আরও খবর