শফিক রেহমান যুক্তরাষ্ট্রে বৈঠকের কথা স্বীকার করেছেন : মনিরুল ইসলাম
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে এফবিআইয়ের কাছে সংরক্ষিত তথ্য পেতে ঘুষ লেনদেনের অভিযোগে দন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সিজারের সাথে একাধিক বৈঠকের কথা সাংবাদিক শফিক রেহমান স্বীকার করেছেন।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন।
তিনি বলেন, ২০১২ সালে শফিক রেহমান যুক্তরাষ্ট্রে গিয়ে অপহরণ ও হত্যা পরিকল্পনার এক পর্যায়ে সেখানে বৈঠক করেন। তিনি রিমান্ডে কয়েক দফা বৈঠক করার কথা স্বীকার করেছেন। কিছু গুরুত্বপূর্ণ নথি পুলিশের কাছে আছে।