সরকার যা করছে, পাকিস্তানের থেকে কম নয় : গাজীপুরে ফখরুল

আলোকিত প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যা করছে, তা পাকিস্তানের থেকে কোন অংশে কম নয়, বরং বেশি করছে।

তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তান যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল, মানুষকে হত্যা করেছিল, ঠিক একইভাবে আপনারা গণতন্ত্র কেড়ে নিয়েছেন।

মঙ্গলবার গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, যারা জিয়াউর রহমানকে অস্বীকার করেন, তারা স্বাধীনতার বিরোধী, তারাই পাকিস্তানের অনুচর।

জয়দেবপুর থেকে উত্তরা বিআরটি প্রকল্প প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ রাস্তা করতে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ২১৩ কোটি টাকা। পৃথিবীতে কোন দেশ নেই, যেখানে এক কিলোমিটারে ২১৩ কোটি টাকা লাগে।

সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনকে জেলা বিএনপির সভাপতি ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

আরও খবর