‘অসাধারণ’ মানুষদের আইন মানানো যায় না : সেতুমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আক্ষেপ করে বলেছেন, চালকদের বেপরোয়া গাড়ি চালানো আমরা বন্ধ করতে পারিনি। পরিবহনগুলোতে দক্ষ চালকের চেয়ে অদক্ষ চালকই বেশি। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এর ব্যর্থতার দায় আমি এড়াতে পারি না। তবে আমরা বসে নেই। দুর্ঘটনা রোধসহ সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে চেষ্টা অব্যাহত রেখেছি।

ট্রাফিক আইন মানা প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষকে আইন মানানো গেলেও ‘অসাধারণ’ মানুষদের আইন মানানো যায় না। আমরা যারা সাধারণ মানুষ তারা ট্রাফিক আইন মানলেও যারা রাজনীতি করি ও ‘অসাধারণ’ মানুষ তাদের আইন মানানো দুঃসাধ্য।

সেতুমন্ত্রী বলেন, হেলমেটবিহীন ও তিনজন নিয়ে চলা কোন বাইকচালককে জিজ্ঞাসা করলে দেখবেন, তারা কোন না কোন রাজনৈতিক দলের কর্মী। আইন না মানার এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও খবর