কাপাসিয়ায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানাল গণতন্ত্রী পার্টি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির উদ্যোগে ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়, তারা কখনোই সফল হবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবেন।

অধ্যাপক রবীন্দ্র কুমার বকসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল আলীমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সহ-সভাপতি আবদুর রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক নিমাই চন্দ্র দাস, শারফুদ্দিন আলমগীর, শ্রমিক ঐক্যের আহ্বায়ক আবুল কাশেম, যুব ঐক্যের আহ্বায়ক মাহফুজ আহমেদ, ছাত্র ঐক্যের সুব্রত শুভ, সানি, বিজ্ঞাপন চ্যানেল ডটকমের সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক নূরুল আমীন সিকদার, রুহুল আমীন প্রমুখ।

আরও খবর