শ্রীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহ্বায়ক কমিটির সভা পণ্ড
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়েছে।
মাওনা চৌরাস্তা এলাকার মিজান গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় একটি পক্ষকে না ডাকায় প্রথমে হাতাহাতি ও পরে দা-লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় আসবাবপত্র ও জানালার কাঁচ। এতে রাকিবসহ দুই কর্মী আহত হন।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল জানান, নীতিমালা অনুযায়ী সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটির সদস্য। কিন্তু সভায় গোসিংগা ও কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ব্যতীত অন্য ইউনিয়নের সাধারণ সম্পাদকদের ডাকা হয়নি। হামলার অভিযোগ মিথ্যা।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান ফকিরের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি।
শ্রীপুর থানার এসআই কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি।