হারিয়ে যাওয়া কিশোরের সন্ধান দিল ফেসবুক
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে লিমন মিয়া (১৪) মানসিক প্রতিবন্ধী।
সে গত ১৪ ফেব্রুয়ারি খেলতে গিয়ে হারিয়ে যায়।
পরে ফেসবুকে দেখে তাকে ফিরে পেলেন মা-বাবা।
লিমনের পরিবার জানায়, লিমন ওই দিন কয়েকজন ছেলের সাথে বাসা থেকে একটু দূরে খেলতে যায়। আধা ঘণ্টা পর খবর হয় তাকে পাওয়া যাচ্ছে না।
পরে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এরপর তাদের এক আত্মীয় জানান, তিনি ফেসবুকে লিমনের ছবি দেখেছেন। সে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর গ্রামের কৃষক সিদ্দিক মিয়ার বাড়িতে আছে।
পরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাঞ্ছারামপুরে যোগাযোগ করা হয়।
শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে লিমনকে ফিরিয়ে দেওয়া হয়।