মোহাম্মদপুরে ফ্ল্যাট বাসায় ‘বোমার কারখানার’ সন্ধান
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাট বাসা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ২৮ নম্বর বাড়ির পাঁচতলা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার রাতে প্রথমে বাড্ডায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের ওই বাসা থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম জানান, বাসাটি জঙ্গিরা বোমার কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল।