কাপাসিয়ার নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়ার নবীপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা পারুল খানম, গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল আলীম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক ইউপি মেম্বার হাসিম উদ্দিন প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল গণি ও কাপাসিয়া থানার ওসি (তদন্ত) আবুল কাসেম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন।