ফিল্মি স্টাইলে স্কুলছাত্রকে মারধর করে জুনায়েদ এখন কারাগারে
আলোকিত প্রতিবেদক : মেয়ে বন্ধুকে কটূক্তি করার অভিযোগ তুলে অক্সফোর্ড স্কুলের ছাত্র নুরুল্লাহকে মারধরের মামলায় আলোচিত তরুণ জুনায়েদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার আদালতে আত্মসমর্পণ করলে সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৩ মার্চ ধানমন্ডি লেকের পাড়ে ফিল্মি স্টাইলে মারধরের ঘটনাটি ঘটে। দৃশ্যটি ভিডিও করে জুনায়েদের বন্ধু মৃদুল।
পরে ১০ মিনিটের ক্লিপটি ফেসবুকে আপলোড করে ছড়িয়ে দেওয়া হয়।