নারায়ণগঞ্জে কার্গোর ধাক্কায় লঞ্চডুবি, শিশুসহ ৬ লাশ উদ্ধার
আলোকিত প্রতিবেদক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো রূপসী-৯-এর ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার বেলা দুইটার দিকে মাহমুদনগর কলাবাগান এলাকায় অন্তত ৩০ জন যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বালু ড্রেজিংয়ের ব্যবসায়ী জয়নাল আবেদীন (৫০) মুন্সিগঞ্জ সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা।
নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ পর্যন্ত তিন নারী, এক পুরুষ ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে ওই কার্গো সামনে থেকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। ১৫-২০ জন যাত্রী নদী সাঁতরে তীরে ওঠেন।