বিমানে লন্ডন থেকে গাঁজার ব্যাগ ঢাকায়!
আলোকিত প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখা থেকে শুল্ক গোয়েন্দারা তা উদ্ধার করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ সাংবাদিকদের জানান, লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলি ব্যাগের ভেতরে গাঁজাগুলো পাওয়া যায়। গত ১৩ এপ্রিল লন্ডন থেকে বিজি ০১৬ নম্বর ফ্লাইটে ট্রলি ব্যাগটি ঢাকায় এসেছিল। পরে তা ওই শাখায় ফেলে রাখা হয়।
তিনি আরও জানান, বিমানবন্দরে বিভিন্ন সময় বিদেশগামী যাত্রীদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে বাইরের কোন দেশ থেকে আসা গাঁজার ব্যাগ উদ্ধারের ঘটনা এটাই প্রথম। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।