গ্রেফতার ১৩-১৪ হাজারের মধ্যে ১৭৯ জন জঙ্গি হলে বাকিরা কারা?
আলোকিত প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত এক সপ্তাহে ১৩ থেকে ১৪ হাজার সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে। অথচ পুলিশ প্রধান বলেছেন ১৭৯ জনকে সন্দেহজনক জঙ্গি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগে বাকিরা কারা?
তিনি বলেন, আসলে এই সরকার গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ব্যর্থতাকে জনদৃষ্টির আড়াল করতেই গণগ্রেফতার চালাচ্ছে। বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়ে জঙ্গি দমনের নামে বিএনপির নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণগ্রেফতারের প্রতিবাদে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।