ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম, ইনান সাধারণ সম্পাদক

আলোকিত প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির অনুমোদন দেন।

এতে আগামী দুই বছরের জন্য সাদ্দাম হোসেন সভাপতি ও শেখ ওয়ালিদ আসিফ ইনান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

গণভবন থেকে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে।

আর শেখ ইনানও একই বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে।

আরও খবর