কিডনি কাটায় মৃত্যু : ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

আলোকিত প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
এক নারীর একটি কিডনি অপসারণের কথা বলে দুটি কিডনি অপসারণের ফলে মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়।
নিহত রওশন আরার (৫৫) ছেলে রফিক সিকদার বাদী হয়ে শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন।
আসামিরা হলেন হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, ডা. মোস্তফা কামাল ও ডা. আল মামুন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরার মৃত্যু হয়। মৃত্যুর দুই বছর পর তার ছেলে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পান।
প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়, অল অরগান ড্যামেজ ও দুটি কিডনিই অপসারণ করায় ওই নারীর মৃত্যু হয়েছে।
- 46Shares