বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

আলোকিত প্রতিবেদক : প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই।
সোমবার সন্ধ্যায় মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, মা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাসপাতালের চিকিৎসক জাহিদ আহমেদ সিদ্দিকী জানান, সাংবাদিক মিজানুর রহমান খান করোনায় আক্রান্ত ছিলেন। তার ফুসফুসের ৯৬ শতাংশ সংক্রমিত হয়েছিল।
তিনি অক্সিজেন সাপোর্টে ছিলেন। রক্তচাপ কমে সোয়া পাঁচটার দিকে তার হার্ট অ্যাটাক হয়।
- 39Shares