ভাতার টাকা মোবাইলে পাঠানোর কার্যক্রম উদ্বোধন

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি যেদিন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলাম, সেদিনই বলেছিলাম দেশের সেবক হিসেবে কাজ করব।
তিনি বলেন, প্রধানমন্ত্রিত্ব আমার কাছে আর কিছু না। কেবল কাজের সুযোগ, কাজের ক্ষমতাটার প্রাপ্তি।
বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা সরাসরি উপকারভোগীদের মোবাইলে প্রেরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এখন থেকে বিকাশ ও নগদ-এর মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা মোবাইলে পাঠানো হবে।
- 39Shares