‘কুয়েতে দণ্ডিত’ পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

আলোকিত প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে।
সোমবার তার আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয় গেজেট প্রকাশ করেছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত গেজেটে বলা হয়, পাপুল কুয়েতের আদালতের রায়ে নৈতিক স্খলনজনিত অপরাধে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
এই কারণে বাংলাদেশ সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্য নন।
এর আগে কুয়েতের আদালতে পাপুলের সাজা হওয়ার বিষয়টি চিঠি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ দূতাবাস।
মানব ও মুদ্রা পাচারের মামলায় পাপুলকে গত ২৮ জানুয়ারি চার বছরের কারাদণ্ড ও ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে বিদেশে কোন সংসদ সদস্যের ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা এটাই প্রথম।
মানব পাচার ও ভিসা বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ টাকার মালিক হওয়া পাপুলের স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত আসনের সাংসদ।
- 52Shares