নারী কলেঙ্কারিতে শাস্তি পেলেন ডিসি কবীর

আলোকিত প্রতিবেদক : নারী কেলেঙ্কারির ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে।
তিনি আর কখনো পদোন্নতি পাবেন না এবং তার মূল বেতন প্রায় ৭০ হাজার টাকা থেকে কমিয়ে তিন বছরের জন্য অর্ধেক করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আহমেদ কবীরকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি উপ-সচিবই থাকবেন।
২০১৯ সালে অফিসের এক নারী কর্মচারীর সাথে অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক তোলপাড় হয়।
পরে তাকে সাময়িক বরখাস্ত ও ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
- 76Shares