শ্রীপুরে থানার পাশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শ্রীপুর বাজারে শনিবার দিবাগত রাত দুইটার দিকে অন্তি অরুন সেন শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

দোকানটির মালিক দীপক সেন। শ্রীপুর থানা থেকে এর দূরত্ব আনুমানিক ২০০ গজ।

বাজারের প্রহরী আবদুল খালেক ও আলাল উদ্দিন জানান, দুই পাশ থেকে চারজন করে আটজন লোক এসে রাম দা দেখিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। পরে তারা প্রহরীদের বাঁশি ও লাঠি নিয়ে প্রহরীর কাজ শুরু করে।

এ সময় কমপক্ষে ১৫ জন তালা ভেঙে দোকানে ঢুকে। তারা রাত দুইটা থেকে চারটা পর্যন্ত ডাকাতি করে। তখন চা বিক্রেতা আবদুল আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকেও হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখা হয়।

দোকান মালিকের ভাই সজীব সেন জানান, ডাকাতরা দোকানের তিনটি সিন্দুক ভেঙে সব স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে। ঘটনা শুনে দীপক সেন জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বাজার কমিটির সভাপতি রুহুল আমীন রতন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ বলেন, বাজারে প্রায় দুই ঘণ্টাব্যাপী ডাকাতির এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

একাধিক ব্যবসায়ী জানান, বাজার এলাকায় এসআই মফিজুর রহমান মোল্লা দায়িত্ব পালনে অবহেলা করায় ডাকাতরা দুঃসাহস দেখিয়েছে।

এসআই মফিজুর রহমান মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রহরী ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও খবর