করোনা বৃদ্ধি : স্কুল-কলেজ ২ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

আলোকিত প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

আপাতত দেশের সকল স্কুল ও কলেজ দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সংক্রমণের হার বেড়ে গেছে। তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। এই মুহূর্তে সংক্রমণ নিয়ন্ত্রণ জরুরি।

মন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দুই সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে করোনার সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চ মাস থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

পরে পরিস্থিতির উন্নতি হলে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর থেকে ক্লাসে পাঠদান শুরু হয়।

আরও খবর