গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মফিজ
![](https://alokitonews.com/wp-content/uploads/2021/08/dead-body.jpg)
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে নগরীর গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুরের মফিজ উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৩৮) ও ছেলে রোকন (১৭)।
রহিমার স্বজনরা জানান, মফিজ উদ্দিন পরিবার নিয়ে কলমেশ্বরের নাসির উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল।
মফিজ উদ্দিন তার স্ত্রী ও বড় ছেলেকে কুপিয়ে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। ছোট ছেলে আল-আমিন (৮) সকালে ঘুম থেকে উঠে লাশ দেখতে পায়।
পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা তালা ভেঙে ঘরের ভেতর রক্তাক্ত লাশ দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মফিজ উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।