গাজীপুরের এসপি হারুন ও দুই ওসিকে প্রত্যাহারে ইসির চিঠি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব শামসুল আলম স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

এতে ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদগুলোতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই কর্মকর্তাদেরকে প্রত্যাহারের কথা বলা হয়।

পাশাপাশি ওই তিন পদে উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার অনুরোধ করা হয়েছে।

আরও খবর