গুলশান থেকে কার্যালয় সরিয়ে দিলে আর কি কোন ঘটনা ঘটবে না?

আলোকিত প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির একটি কার্যালয় সরিয়ে দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। তখন ঢাকাসহ সারা দেশের ঘরে ঘরে চেয়ারপারসনের কার্যালয় তৈরি হবে।

তিনি বলেন, সারা দেশে বিএনপির প্রতিটি কার্যালয় হল খালেদা জিয়ার কার্যালয়। কোন রাজনৈতিক দলের অফিস কোন এলাকায় থাকবে, সরকার থেকে এমন কোন দিকনির্দেশনা কখনো দেওয়া হয়নি। এমন কোন আইনও পাস হয়নি।

মির্জা আব্বাস আরও বলেন, এমন নিশ্চয়তা কি দেওয়া হবে যে গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে দিলে দেশে আর কোন ঘটনা ঘটবে না? গুলশান থেকে কার্যালয় সরানোর পরেও যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে এর দায়িত্ব কে নেবে?

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছেলে আরাফাত আবদুল্লাহর সুস্থতা কামনায় যুবদল ওই মাহফিলের আয়োজন করে।

আরও খবর