২ জঙ্গি ছিনতাইয়ে ১৮ সহযোগী জড়িত, ৫ পুলিশ বরখাস্ত : হারুন

আলোকিত প্রতিবেদক : জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রধান বরখাস্তকৃত মেজর জিয়াউল হকের পরিকল্পনায় ১৮ জন মিলে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ পরিদর্শকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন সিএমএম কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ নাহিদুর রহমান ভূঁইয়া, এটিএসআই মহিউদ্দিন, পুলিশ সদস্য শরিফ হাসান ও আবদুস সাত্তার।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন-অর রশীদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। কোতোয়ালি থানায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে।

আসামিরা আদালতে আসা ১২ জঙ্গির মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়েছেন। বাকি ১০ জনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে রবিবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে শুনানি শেষে জঙ্গিদের হাজতখানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। হঠাৎ পুলিশের ওপর হামলা চালিয়ে এবং চোখে স্প্রে ছিটিয়ে মোটরসাইকেলে করে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়।

ছিনিয়ে নেওয়া জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আরও খবর