ওমরাহ ভিসা উন্মুক্ত করল সৌদি সরকার
নিজস্ব প্রতিবেদক : অবশেষে ওমরাহ ভিসা উন্মুক্ত করেছে সৌদি সরকার। গত নয় মাস ধরে বাংলাদেশিদের জন্য তা বন্ধ ছিল।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন সাংবাদিকদের জানান, গত ১৪ ডিসেম্বর ওমরাহ ভিসা খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ২০ ডিসেম্বর ধর্ম মন্ত্রণালয়কে তা চিঠি দিয়ে জানিয়েছে।
ওমরাহ ভিসার মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি সৌদি আরবে গিয়ে থেকে যান। এ জন্য ওমরাহ ভিসা বন্ধ করে দেয় সৌদি আরব। এ ঘটনায় ধর্ম মন্ত্রণালয় এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত করে।
ওমরাহ ভিসার নামে মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯৫টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ৬৯টি এজেন্সিকে লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্তসহ জরিমানা করা হয়েছে।