যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিতদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে ব্যয় করার দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এ ছাড়াও জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান। সংবাদ সম্মেলনে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, মানবতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আইন করতে সাংবিধানিক বিধান শত ভাগ পক্ষে। এ সময় তিনি সংবিধানের ৪৭ (৩) ধারা উল্লেখ করেন।

আরও খবর