পদ্মা সেতুর মূল পাইলিং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বপ্ন ও সম্ভাবনার পদ্মা সেতু এগিয়ে যাচ্ছে। রাত-দিন চলছে কর্মযজ্ঞ। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পদ্মার মাওয়া পাড় থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে নদীর মধ্যে ৭ নম্বর ব্লক। সেখানেই হবে মূল পাইলিং। সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু ৪১টি পিলারের ওপর নির্মাণ করা হবে। সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। নির্মাণ কাজের জন্য এরই মধ্যে ছোট-বড় প্রায় ১০০ ক্রেন ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি হাইড্রোলিক হ্যামারও আনা হয়েছে।

আরও খবর