কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিবহন ধর্মঘটের ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনায় আসামিরা গ্রেফতার হচ্ছে না।
বুধবার দুপুরে ক্যাম্পাসের মূল গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মচারীরা।
এ সময় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এর ফলে দুপুর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিপাকে পড়েছেন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।
গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী একটি বাস দৌলতপুর নামক স্থানে গেলে মোটরসাইকেল আরোহী শান্ত ও জালাল গং চালক সুমন চন্দ্র দাসসহ অন্যদের মারধর করে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মো. কামাল উদ্দিন বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন।
কোতোয়ালী থানার ওসি আবু সালাম মিয়া বলেন, আমরা আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।