গাজীপুরে পুলিশকে ফাঁদে ফেলে ৭ প্রতারক গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এক পুলিশ সদস্যকে ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগে দুই নারীসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন লালমনিরহাটের হাতীবান্ধার বাড়াইপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, শেরপুর সদরের সন্ন্যাসীচর গ্রামের আইয়ুব আলী, জামালপুরের মেলান্দহের ডালুয়াবাড়ি গ্রামের এরশাদ আলী, ঝাউপাড়া টোক্কারচর গ্রামের রত্না বেগম, টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র গ্রামের মাসুদ রানা, বরিশালের গৌরনদীর হোসনাবাদ গ্রামের শামীম হোসেন ও গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া গ্রামের রুপা বেগম।
বৃহস্পতিবার গাজীপুর পুলিশ সুপার হারুন-অর রশীদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছিলেন।
জেলা পুলিশ লাইনসের রিজার্ভ সদস্য আমির হোসেন বুধবার দুপুরে পূর্ব পরিচিত শ্যামলার সাথে দেখা করতে বর্ষা সিনেমা হলের সামনে যান। সেখান থেকে তাকে ভোগড়ার কাজিমুদ্দিন স্কুল রোডের শাহ আলমের বাড়ির তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
জাহাঙ্গীর সাংবাদিক পরিচয়ে পাঁচ-ছয়জন লোক নিয়ে রুমে ঢুকে রুপার সাথে আমিরের ছবি তুলেন। পরে পুলিশে ধরিয়ে দেওয়ার ও হত্যার হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন।
এরপর আরও ৭০ হাজার টাকা ২০ মিনিটের মধ্যে এনে দিতে তাকে বিকাশ নম্বর দেওয়া হয়। আমির বিষয়টি মেসেজের মাধ্যমে জনৈক জাকিরকে জানালে পুলিশ গিয়ে অভিযান চালায়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সাংবাদিক ও মানবাধিকারের কয়েকটি পরিচয়পত্র, চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।