৫০ জেলার ১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : দেশের আটটি বিভাগের ৫০টি জেলার ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি দুই হাজার ২১ দশমিক ৫৬ কিলোমিটারের মহাসড়কগুলো উদ্বোধন করেন।

এর মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং এক হাজার ১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক।

মহাসড়কগুলোর মধ্যে ঢাকা বিভাগে ৩২টি, ময়মনসিংহে ছয়টি, চট্টগ্রামে ১৫টি, সিলেটে চারটি, খুলনায় ১৬টি, রাজশাহীতে আটটি, রংপুরে ১৫টি এবং বরিশালে চারটি।

মহাসড়কগুলো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা। ৯৯টি করা হয়েছে সরকারি তহবিলের টাকায়।

শুধু গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়ক পর্যন্ত চার লেনের ৭০ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে বিদেশি ঋণে।

এর আগে গত ৭ নভেম্বর দেশের ২৫টি জেলার ১০০টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও খবর