জানাজার সময় ডান্ডাবেড়ি খুলে দিলে ভালো হত : তথ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম কারাগার থেকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজা নামাজ পড়িয়েছেন।

উপজেলার পাবরিয়াচালা এলাকায় মঙ্গলবার সকালে জানাজা নামাজ পড়ানোর সময় তার হাতে হাতকড়া ও দুই পায়ে ডান্ডাবেড়ি পরানো ছিল।

এ সংক্রান্ত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রশ্ন ওঠে, আলী আজম তো দুর্ধর্ষ অপরাধী নন। রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে এ ধরনের অমানবিকতার শিকার হতে হবে কেন?

বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি জানতেন না।

যারা সেই বিএনপি নেতাকে বহন করে এনেছিলেন, শুধু তারাই জানতেন। তবে আমি মনে করি, জানাজার সময় তার ডান্ডাবেড়ি এবং হাতকড়া খুলে দিলে ভালো হত।

তিনি বলেন, ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানো জেল প্রশাসনের কাজ। সেটি আবার পুলিশের অধীনে নয়, একজন আইজি প্রিজন আছেন।

যেহেতু কয়েক দিন আগে জঙ্গি পালিয়ে গেছে এবং যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, সেটি করা হয়নি। এ জন্য তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে।

আরও খবর