দাবা খেলাকে হারাম বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

ডেস্ক নিউজ : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন-আবদুল্লাহ আল-শেখ বলেছেন, দাবা খেলা হারাম। দাবা খেলা সময় নষ্ট করে এবং অর্থ ব্যয়েরও একটা কারণ। এটা মানুষের মাঝে শত্রুতা ও ঘৃণার সৃষ্টি করে।

সৌদি আরবের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা টেলিভিশন অনুষ্ঠানে এক দর্শকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গ্র্যান্ড মুফতি দাবা খেলাকে ইসলাম-পূর্ব আরবের খেলা মাইসির সাথে তুলনা করেন।

যা কোরআন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

গ্র্যান্ড মুফতির এই ফতোয়ায় হয়তো সৌদি আরবে দাবা খেলা নিষিদ্ধ হবে না। তবে এটি নতুন বিতর্কের জন্ম দিল।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।