সারা দেশের সাংবাদিকদের তালিকা করছে প্রেস কাউন্সিল

আলোকিত প্রতিবেদক : সারা দেশের সাংবাদিকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

প্রেস কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ জানুয়ারি এ সংক্রান্ত চিঠি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির মুখে তালিকাটি প্রণয়নের জন্য প্রেস কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের চেষ্টা করছে।

জেলা প্রশাসকদের জেলার সরকারি তালিকাভুক্ত পত্রিকা এবং টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তালিকা আগামী দুই মাসের মধ্যে প্রেস কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শুধু তালিকাই নয়, আগামী মাস থেকে আমরা সাংবাদিক নির্যাতনের মামলাগুলো গ্রহণ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এ ছাড়া দেশের সাংবাদিক সংগঠনগুলোর রেজিস্ট্রেশন ও অনুদানসহ কল্যাণমূলক কর্মকান্ড করতে প্রেস কাউন্সিলকে ঢেলে সাজাতে আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি।