শ্রীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে পোলট্রি ও ডেইরি খামারিদের নিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে।

পরে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল ও শেখ ফরিদা জাহান স্বপ্না।

বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, পোলট্রি খামারি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি আবদুল মতিন, এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, আজিরন ফিডের এমডি তোফাজ্জল হোসেন, ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল ফরাজী প্রমুখ।

আরও খবর