সরকারি চাকরির প্রশ্ন ফাঁস : বরখাস্ত সিজিএ কর্মকর্তাসহ গ্রেফতার ১০

আলোকিত প্রতিবেদক : সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাহমুদুল হাসান আজাদ, মাহবুবা নাসরিন রুপা, নোমান সিদ্দিকী, আল-আমিন রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান।

তাদের মধ্যে মাহমুদুল হাসান আজাদ মহাহিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী কর্মকর্তা ও মাহবুবা নাসরিন রুপা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

আজাদ প্রশ্ন ফাঁসের অভিযোগে ২০১৯ সালে বরখাস্ত হয়েছেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মোবাইল সিম ছয়টি, ব্যাংকের চেক পাঁচটি, স্ট্যাম্প সাতটি, স্মার্টফোন ১০টি, ফিচার মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি ও ফাঁস হওয়া প্রশ্নপত্রের তিনটি সেট জব্দ করা হয়।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, চক্রটি নিয়োগের কথা বলে প্রার্থী সংগ্রহ করত। পরে পরীক্ষায় পাস করিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত।

আরও খবর