‘বহিষ্কৃত’ জাহাঙ্গীর আলমকে ‘ক্ষমা’ করে দিল আওয়ামী লীগ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বিষয়টি জানানো হয়।

এর আগে ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

পরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যহারের অভিযোগে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ওই বছরের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে জাহাঙ্গীর আলমের কটূক্তি সংক্রান্ত অডিও ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ক্ষমা ঘোষিত চিঠিতে বলা হয়, জাহাঙ্গীর আলম অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার লিখিত অঙ্গীকার করেছেন। ভবিষ্যতে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বিবেচিত হবে।

দলীয় সূত্র জানায়, ক্ষমা ঘোষণা করা হলেও জাহাঙ্গীর আলম আগের দলীয় পদ ফিরে পাবেন না। কারণ গত ১৯ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে আজমত উল্লা খান সভাপতি ও আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও খবর