লিডার্সের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি উপকূলীয় সংকট নিরসনে বড় অর্জন

আলোকিত প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংগঠন লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার রিসার্চ সোসাইটি (লিডার্স) মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কার ‘জায়েদ সাস্টেনিবিলিটি অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছে।

উদ্ভাবনী ও অনুপ্রেরণামূলক টেকসই সমাধানের স্বীকৃতি হিসেবে স্বাস্থ্য, খাদ্য, শক্তি, পানি এবং গ্লোবাল হাইস্কুল ক্যাটাগরিতে সংগঠনটিকে এ পুরস্কার দেওয়া হয়।

পানি সংকট নিরসনে এই প্রাপ্তিকে বড় ধরনের অর্জন বলে মন্তব্য করেছেন বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

রবিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মনজুরুল আহসান বুলবুল বলেন, লিডার্সের পুরস্কারপ্রাপ্তি উপকূলীয় অঞ্চলের সমস্যা সমাধানে আমাদের নীতিনির্ধারকদের সচেতন করবে। সাংবাদিকদেরও দুর্যোগের ঝুঁকিতে থাকা ওই অঞ্চলের প্রতি নজর দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে মূল বক্তব্য তুলে ধরেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

আলোচনায় অংশ নেন ওয়াটার কিপার বাংলাদেশের ম্যানেজার ফারুক আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, শহীদ আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান প্রমুখ।

আরও খবর