এটিএম কার্ড জালিয়াতি : গডফাদার ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : রাজধানীর গুলশান-২ থেকে এটিএম কার্ড জালিয়াতির গডফাদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ওই গডফাদারের নাম থমাস পিটার।
তিনি জার্মানির নাগরিক। তার পোল্যান্ডের পাসপোর্ট রয়েছে।
এ ছাড়া সিটি ব্যাংকের তিনজন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, চক্রটি এটিএম কার্ড জালিয়াতি করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আসছিল।
ইতিমধ্যে তারা ৩৬ জন গ্রাহকের ২০ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।