নাশকতার মামলায় মাহমুদুর রহমানের রিমান্ড নামঞ্জুর
আলোকিত প্রতিবেদক : নাশকতার মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত।
তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা মহানগর আদালতের বিচারক মারুফ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে শাহবাগ থানার ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশীদ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মাহমুদুর রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি সাংবাদিকদের জানান।