চিপসে কাকের বিষ্ঠা : ৬০ হাজার টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামের বাইন্যাপাড়ায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসের চিপসের ওপর কাকের বিষ্ঠা পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ওই কারখানায় চিপসগুলো পোড়া তেলে ভেজে টিনের চালে শুকানো হচ্ছিল।
বিকাশ চন্দ্র দাস সাংবাদিকদের জানান, কারখানা থেকে ৭০ লিটার পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসব অপরাধে মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।