নিউ মার্কেটে সংঘর্ষে মোরসালিনের মৃত্যু, মামলায় আসামি ১৫০
আলোকিত প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের মৃত্যুর পর এবার মোরসালিনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
নিহতের ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে নিউ মার্কেট থানায় বৃহস্পতিবার রাতে এ মামলা করেন।
হত্যা মামলাটিতে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ স ম কাইয়ুম সাংবাদিকদের বলেন, তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত মোরসালিন (২৬) একটি দোকানের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বাডাকান্দিতে।