নারী কনস্টেবলদের ১০ ভাগ যৌন হয়রানির শিকার
আলোকিত প্রতিবেদক : পুলিশের নারী কনস্টেবলদের মধ্যে ১০ ভাগের বেশি যৌন হয়রানির শিকার হন।
আর এসআই ও এএসআইদের মধ্যে যৌন হয়রানির শিকার হন শতকরা তিন ভাগ।
ক্যাডার পর্যায়ের নারী পুলিশ কর্মকর্তারাও হয়রানির বাইরে নন।
কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ আয়োজিত গোলটেবিল বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বর্তমানে নারী পুলিশ সদস্য ১১ হাজার ৩৮ জন। এটি পুলিশের মোট জনবলের ৫.৮৪ ভাগ।
এখানে কর্মরত নারীরা পুলিশ বিভাগ একটি ভাল জায়গা বলে মনে করেন।
বেশির ভাগ মনে করেন, পুলিশের পোশাক তাদের পুরুষের সমান ক্ষমতা দেয় এবং জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে তারা পুরুষ সহকর্মীদের সমান।