৮০০ বছর পর সবচেয়ে কাছাকাছি বৃহস্পতি ও শনি

ডেস্ক নিউজ : ৮০০ বছর পর আকাশে খালি চোখে বৃহস্পতি ও শনি গ্রহকে সবচেয়ে কাছাকাছি দেখা গেল।

এর আগে ১২২৬ সালে এভাবে গ্রহ দুটিকে খালি চোখে দেখা গিয়েছিল।

এ কারণে সৌরজগতের এই ঘটনাকে ‘মহাসংযোগ’ হিসেবে অভিহিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ ও শনি সূর্য পরিবারের সবচেয়ে উজ্জ্বলতম সদস্য।

তারা সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রায়ই কাছাকাছি চলে আসলেও ২১ ডিসেম্বর রাতের ঘটনাটি বিরল।

নাসা বলছে, খুব কাছাকাছি চলে আসার পরও বৃহস্পতি ও শনির মধ্যে দূরত্ব ছিল প্রায় ৭৩ কোটি কিলোমিটার।

আবার এমন মহাসংযোগ ২০৮০ সালের ১৫ মার্চ ঘটতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।

আরও খবর