বন অধিদপ্তরে নিয়োগ-বদলিতে দুর্নীতি, তদন্ত করবে সংসদীয় কমিটি

আলোকিত প্রতিবেদক : বন অধিদপ্তরে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে আর্থিক লেনদেন এবং অনিয়মের ১৫-১৬টি অভিযোগ পেয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বন অধিদপ্তরে একটি স্তর থেকে আরেকটি স্তরে যেতে ন্যূনতম একটি সময় পর্যন্ত নির্দিষ্ট পদে দায়িত্ব পালন করতে হয়। সেটা না করেও পদোন্নতি হচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়ে দেওয়া হবে।

সাবের হোসেন চৌধুরী আরও বলেন, সাধারণত কমিটি বেনামি চিঠি গ্রহণ করে না। তবে যদি অভিযোগ সুনির্দিষ্ট হয়, তথ্য সঠিক হয়, তাহলে কমিটি এ ধরনের চিঠিও আমলে নেবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।

আরও খবর