শ্রীপুরের গিলারচালা স্কুলে পিতা-মাতা দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : একজন শিক্ষার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টা দেখাশোনা করতে পারি। বাকি ১৬ ঘণ্টা সে বাড়িতে থাকে। প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে বাড়িতে পড়ার বিষয়ে জোর দিতে হবে। তাহলে সে শিক্ষাজীবনে সফল হতে পারবে।
বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পিতা-মাতা দিবস অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম বুলবুল এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী মোবাইল গেমে আসক্ত। সন্তানের কাছে স্মার্টফোন দিলে তার সফলতায় বাধা সৃষ্টি হয়। আপনারা সন্তানকে সময় দিন।
প্রভাষক বুলবুল আরও বলেন, বিদ্যালয় থেকে আপনার সন্তানকে কী পড়া দেওয়া হয়েছে, তার সাথে আলোচনা করুন। বিকেলে তার সাথে ঘুরতে যান ও খেলাধুলা করুন। দেখবেন মোবাইল আসক্তি অনেকটা কমে যাবে।
অনুষ্ঠানে নদী রক্ষা কমিটির উপজেলা শাখার সদস্য খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রমিজ উদ্দিন আহমেদ, আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল বাতেন, সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির পরিচালক সালাউদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট হালিম উদ্দিন, যুবলীগ নেতা কাউসার শেখ কামাল, ছাত্রলীগ নেতা কাউসার আকন্দ রিফাত, অভিভাবক জুনায়েদ আবদুল শাকুর, মজিবুর রহমান শেখ, ইব্রাহিম মোড়ল প্রমুখ।